২২৮ বোতল নিষিদ্ধ সিরাপ সহ ধৃত ১ : তদন্তে পুলিশ

22nd December 2020 11:32 am অনান‍্য
২২৮ বোতল নিষিদ্ধ সিরাপ সহ ধৃত ১ : তদন্তে পুলিশ


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : উত্তর জেলার ধর্মনগর শহরে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় কফ সিরাপের ব‍্যবসা চলছে বেশ রমরমিয়ে । মাঝেমধ্যে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে নেশা বিরোধী অভিযান চললেও কারবার চলছেই  । স্থানীয় এলাকাবাসীদের খবরের ভিত্তিতে গতকাল রাতে উত্তরের জেলাশাসকের অফিস কার্যালয় সংলগ্ন এলাকার একটি গলিপথ থেকে ২২৮ বোতল নেশাজাতীয় এস্কাফ কফসিরাপ সমেত এক নেশকাবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ । গ্রেপ্তার হওয়া নেশাকাবারীর নাম রিন্টু দাস তার বাড়ি ঊনকোটি জেলার কৈলাসহরে । দীর্ঘদিন যাবত ধর্মনগর আলগাপুর রোডে ভাড়া বাড়িতে থেকেই অবস্থান করছে সে । পূর্বেও নেশাজাতীয় কার্যকলাপের সাথে জড়িত থাকার দরুন পুলিশ তাকে বহুবার গ্রেপ্তার করে । কিন্তু বারংবার ছাড়া পেয়েই সে বিভিন্ন ধরনের নেশাজাতীয় বাণিজ্যে লিপ্ত হয় । বর্তমানে পুলিশি জেরায় রয়েছে সে বলে জানা গেছে ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।